ন- কাটা, ধুপপানি, মুপ্পোছড়া ঝর্না বিলাস || রাউজান_টুরিস্ট_গ্যাং, 8 August

ন- কাটা, ধুপপানি, মুপ্পোছড়া ঝর্না বিলাস || রাউজান_টুরিস্ট_গ্যাং

Mohammad Imran Talukder

Highlights

Fri, 08 Aug, 2025 at 06:00 am

বিলাইছড়ি,রাঙ্গামাটি পার্বত্য জেলা

Advertisement

Date & Location

Fri, 08 Aug, 2025 at 06:00 am - Sat, 09 Aug, 2025 at 09:00 pm (BST)

বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা

Rangamati, Chittagong, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

ন- কাটা, ধুপপানি, মুপ্পোছড়া ঝর্না বিলাস || রাউজান_টুরিস্ট_গ্যাং
RTG ট্রাভেল গ্রুপের সাথে ধুপ্পানি, মুপ্পোছড়া, ন-কাটা ঝর্ণা বিলাস। ❤️

✅ যাত্রা শুরুঃ ০৮ আগস্ট ২০২৫, সকাল ৬.০০ টা।
✅ যাত্রা শেষঃ ০৯ আগস্ট ২০২৫ রাত ৯ টা।

⏩ভ্রমণ খরচঃ
রাউজান/চট্রগ্রাম থেকেঃ ২৬৪৯/- টাকা জনপ্রতি।

🔰ট্যুর প্ল্যানঃ
🔸 ১ম দিনঃ
শুক্রবার সকাল ৬ টায় রাউজান থেকে কাপ্তাই ঘাটের উদ্দ্যেশ্যে রওয়ানা। যত তাড়াতাড়ি সম্ভব নাস্তা করে আমরা বিলাইছড়ি যাওয়ার জন্য বোটে উঠে যাবো। বিলাইছড়ি পৌছে প্রথমেই হোটেলে চেক ইন করে ফ্রেশ/চেন্জ হয়ে নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে মুপ্পোছড়া এবং ন-কাটা ঝর্না দেখতে বেরিয়ে পড়বো। ঝর্ণা দেখে এসে সবাই যে যার মতো রেস্ট, আড্ডা গল্প করবো। এবং ঘুমিয়ে পড়বো। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে।

🔸 ২য় দিনঃ
শনিবার, আমাদের আজকের গন্তব্য দ্যা মাইটি ধুপপানি। ভোর ৫ টায় উঠে ফ্রেশ হয়ে ভোর ৬টার ভিতর আমরা বোটে উঠে পড়বো। অসাধারণ কিছু ভিউ দেখতে দেখতে বোটে করে আগাতে থাকবো উলুছড়ির দিকে। মাঝপথে বোটেই সেরে নিবো আমাদের ব্রেকফাস্ট।
উলুছড়ি পৌছে সেখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং মোটামুটি ১ ঘন্টা ৩০ মিনিট হেঁটে পৌছাবো ধুপপানি ঝর্ণার কাছে। ঘন্টা খানেক ধুপ্পানি ঝর্ণা দেখা শেষ করে আবার একই পথে বিলাইছড়ি ফিরে আসবো। হোটেলে এসে নিজের জিনিস পত্র গুছিয়ে নিয়ে দুপুরের খাবার খেয়ে বোটে করে আমরা কাপ্তাই এর উদ্দেশ্যে বিলাইছড়ি থেকে রওনা দিবো। কাপ্তাই থেকে রাউজান/চট্টগ্রাম নিজ শহরে ফিরে আসবে। ইনশাআল্লাহ রাত ৮-৯ টায় রাউজান/চট্টগ্রাম পৌছে যাবো।

🔰এই ট্রিপে যা যা দেখবো:
১. ধুপ্পানি ঝর্ণা।
২. মুপ্পছড়া ঝর্ণা।
৩. নকাটা ঝর্ণা।
৪. কাপ্তাই লেক।
৫. বিলাইছড়ি

✅ টিম সাইজ: ২০ জন।

✅ বুকিং পলিসি:
জনপ্রতি ১০০০/- টাকা বিকাশ এডভান্স করে আপনার আসন টি কনফার্ম করতে হবে। চাইলে সরাসরি টাকা জমা দিতে পারবেন, মৌখিক কনফার্মেশন গ্রহণ যোগ্য নয়। (বুকিং মানি সম্পূর্ণ অফেরতযোগ্য)

👉 পারসোনাল বিকাশ
✅ 01843684378

⏩ভ্রমণের জন্যে ছেলে মেয়ে যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
⏩ ঢাকা বা চিটাগং এর বাহিরে থেকেও যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

✅ যা যা সাথে নেওয়া উচিতঃ
★ব্রাশ ,সাবান,শ্যাম্পু,প্রয়োজনীয় ঔষধ
★সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
★মোবাইলের রেইন কভার(বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য এবং মোবাইলের প্রোটেকশন এর জন্য)
★ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
★চার্জের জন্য পাওয়ার ব্যাংক
★পানির বোতল।

✅ শর্ত_সমুহঃ
★এটি একটি ট্র্যকিং ট্যুর, সো অবশ্যই কষ্ট করার মনমানসিকতা থাকতে হবে।
★প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
★নির্দিষ্ট সময়ে বুকিং মানি এবং ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
★ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
★প্রতিটি জায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
★স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
★ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
★দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। দেশের পরিস্থিতির জন্য কিংবা কোন দুর্যোগ কিংবা দুর্ঘটনার জন্য ট্রিপ ক্যানসেল হলে কিংবা দৃশ্যমাণ খরচ বৃদ্ধি পেলে সেটি সবাইকে বহন করতে হবে।
★দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
★সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করত হবে।

✅ যেকোন জিজ্ঞাসার জন্য ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন এই নাম্বারে:
01843-684378
01816-236859

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

বিলাইছড়ি,রাঙ্গামাটি পার্বত্য জেলা, Rangamati, Chittagong, Bangladesh
Get updates and reminders

Host Details

Mohammad Imran Talukder

Mohammad Imran Talukder

Are you the host? Claim Event

Advertisement
ন- কাটা, ধুপপানি, মুপ্পোছড়া ঝর্না বিলাস || রাউজান_টুরিস্ট_গ্যাং, 8 August
ন- কাটা, ধুপপানি, মুপ্পোছড়া ঝর্না বিলাস || রাউজান_টুরিস্ট_গ্যাং
Fri, 08 Aug, 2025 at 06:00 am